ক্রিকেটের মাঠে ফিরে এল ফুটবলের ময়দানের অতি পরিচিত ছবি। সৌজন্যে, উইকেট নেওয়ার পর মহম্মদ সিরাজের সেলিব্রেশন।
আসলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে রাসি ভ্যান ডার দাসেনের উইকেট নেওয়ার পরেই ফুটবলের এক মহাতারকাকে নকল করেন সিরাজ।
বরং বলা ভালো যে, তারকা ফুটবলারের সেলিব্রেশনের ভঙ্গিমাকে নকল করেন ভারতীয় পেসার। দেখে বুঝে নিতে অসুবিধা হয় না যে, এক্ষেত্রে কাকে নকল করেন সিরাজ।
১২.৫ ওভারে সিরাজের বলে রাহানের হাতে ধরা পড়েন রাসি ভ্যান ডার দাসেন।
Indian Fast Bolwer @mdsirajofficial Does @Cristiano Celebration 😍!
After taking a wicket!#SAvIND #INDvsSA pic.twitter.com/atdfhefoVE— BlackThoughtt #ArmyOfThieves (@BlackthoughttZ) December 28, 2021
তার পরেই সিরাজ দৌড়ে এসে শূন্য লাফিয়ে নিজের হাতকে ঠিক সেভাবেই নীচের দিকে নামান, যেভাবে গোল করার পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেলিব্রেট করে থাকেন। স্বাভাবিকভাবেই নেটিজেনদের নজর এড়ায়নি সিরাজের এমন রোনাল্ডো সেলিব্রেশন।