আগামী ২১শে জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসর। টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭শে ডিসেম্বর। তার আগে নিলামের বাইরে দুজন বিদেশী ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে প্রতিটি দলের।
সেই সুযোগকে কাজে লাগিয়ে এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে দলে ভেড়ালো চট্টগ্রাম।
এক বিবৃতিতে বেনি হাওয়েলকে দলে ভেড়ানোর খবর জানিয়ে চট্টগ্রাম লিখেছে, ‘চ্যালেঞ্জার্সের ডেরায় এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল! ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেনামুখ বেনি মূলত পেসার। কিন্তু, ডেথ ওভারে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার।
সে ভাবনা থেকেই বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।’