বিশ্বকাপ শেষ এবার সামনে রয়েছে আইপিএল, IPL ২০২৩ মিনি নিলামের আগে ট্রেড উইন্ডোর মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে শার্দুল ঠাকুর, রহমনুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসনের মতো ক্রিকেটারদের নিয়ে নিয়েছে। তবে শুধু দলে নেওয়া নয়। প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, স্যাম বিলিংসের মতো তারকাদের ছাড়াই মাঠে নামতে হবে শাহরুখ খানের দলকে।
সব মিলিয়ে এবারের কেকেআরে বেশ কিছু নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে। আসলে গতবারের আইপিএলে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি তারা। শেষ চার থেকে অনেক দূরেই শেষ করে শ্রেয়াস আইয়ারের দল। তাই এবার সাফল্য পেতে মরিয়া কেকেআর।
আসন্ন মিনি নিলামে তাই কোমর বেঁধে ময়দানে নামতে চাইবে তারা। হাতে রয়েছে মোট ৭.০৫ কোটি টাকা। তার মধ্যেই কয়েকজন ভালো খেলোয়াড়কে কলকাতা তুলে নিতে চাইবে। তাই এবার দেখে নেওয়া যাক কোন তিন খেলোয়াড়কে এবার টার্গেট করবে দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা।
এবার মিনি নিলামে আসরে নামার আগে মায়াঙ্ক আগারওয়ালকে ছেড়ে দিয়ে বড় চাল দিয়েছে পাঞ্জাব কিংস। গত মরশুমে নিজের সেরা ছন্দে না থাকলেও মায়াঙ্কের ব্যাটিং ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোন জায়গা নেই। তাই এমন একজন খেলোয়াড়কে নেওয়ার জন্য ঝাঁপাবে কলকাতা।
আসলে এবার ফিঞ্চ, বিলিংসের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে কলকাতা। তাই মায়াঙ্কের মতো একজন ক্রিকেটারকে নিতে পারলে ওপেনিং সমস্যাও মিটবে শাহরুখ খানের দলের। তাই হাতে বিরাট অঙ্কের টাকা হাতে না থাকলেও, প্রাক্তন এই পাঞ্জাব অধিনায়ককে দলে নিতে চাইবে তারা।