আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিয়ে অশ্বিনের দাবিতে জোড়াল সমর্থন করলেন রোহিত শর্মা
বছরের শেষে ভারতের মাটিতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এই বছর অক্টোবর, নভেম্বর মাসে ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে ভারতে।
আর সেই সময় সন্ধ্যার পর থেকে ব্যাপক শিশির পড়ে যার ফলে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিশিরের প্রভাব কমাতে খেলা শুরুর সময় আরও এগিয়ে আনার প্রস্তাব দিয়েছিলেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
ওয়ানডে বিশ্বকাপে ম্যাচের সময় প্রসঙ্গে অশ্বিন। দাবি করেছিলেন, ” ম্যাচের মাঝে শিশির পড়লে দুই দলের মধ্যে পার্থক্য দেখা যায়।
শিশিরের কারণে অনেক সময় খারাপ দলও বড় বড় দলকে হারিয়ে দেয়। যেটা কখনই হওয়া উচিত নয়, ক্রিকেটের ফায়সালা হওয়া উচিত ক্রিকেটীয় ক্ষমতার ওপর।”
গুহাটিতে ভারত-শ্রীলংকা ম্যাচের প্রসঙ্গ টেনে অশ্বিন বলেন, ” গুয়াহাটিতে দুর্দান্ত ব্যাটিং করে ভারত। ৩৭৩ রান করার পরেও মাত্র ৬৭ রানে জিতেছে তারা।
তার এক মাত্র কারণ শিশির। সেটা হওয়া উচিত নয়।’’ বিশ্বকাপেও এইভাবে শিশিরের প্রভাবে সমস্যা দেখা যেতে পারে। আর সেই কারণে বিশ্বকাপে ম্যাচের সময় এগিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অশ্বিন।
অশ্বিন দাবি করেছিলেন, “আইসিসির উচিৎ বিশ্বকাপে শিশির যাতে কোন ম্যাচে অঘটন না ঘটাতে পারে সেই দিকে নজর দেওয়া।
আর সেই কারণে বিশ্বকাপের খেলা দুপুর ১:৩০ এর পরিবর্তে ১১:৩০ টাই শুরু করার প্রস্তাব দিয়েছেন অশ্বিন। এক্ষেত্রে বিশ্বকাপে টসের গুরুত্ব কমে যাবে। যে দল মাঠে ভালো পারফরমেন্স করবে তারাই ম্যাচ জিতবে।”
এবার অশ্বিনের সেই দাবিকে সমর্থন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা বলেন, ” অশ্বিনের প্রস্তাব খুবই ভালো। আইসিসির উচিত এটা ভেবে দেখা। তাহলে বিশ্বকাপে টসের কোন গুরুত্ব থাকবে না। যে দল মাঠে ভালো খেলবে তারাই জিতবে।”