“আমার রেকর্ড তুমি ভেঙ্গে দেও” উৎসাহ দেওয়ার পাশাপাশি উমরানকে সতর্কবার্তাও দিলেন শোয়েব আখতার!!

শোয়েব আখতারকে গতিদানব বললেও অত্যুক্তি করা হবে না। বল হাতে তিনি যখন দৌড় শুরু করতেন, তখন ব্যাটসম্যানের পা কাঁপত। ইডেন গার্ডেন্সে রাহুল দ্রাবিড়ের উইকেট ছিটকে দিয়েছিলেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের প্রথম বলেই শচীনের উইকেট গড়াগড়ি খেয়েছিল।

২০০৩ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘণ্টায় ১৬১ কিমি বেগে বল করেছিলেন শোয়েব। এহেন শোয়েব আরেক তরুণ স্পিডস্টারকে পরামর্শ দিয়েছেন। গতি কীভাবে বাড়াতে হবে? কীভাবে অনুশীলন করতে হবে সেই ব্যাপারেও অমূল্য পরামর্শ দিয়েছেন শোয়েব। এই তরুণ স্পিডস্টার ভারতের। তিনি উমরান মালিক।

তাঁর সম্পর্কে শোয়েব বলছেন- “ও খুবই ভাল। শারীরিক দিক থেকে শক্তিশালী এবং দুর্দান্ত রান আপ। আর্ম স্পিডও দারুণ। শানাকাকে যে বলে আউট করেছিল, তা সবারই মনে থাকার কথা। সাহসের সঙ্গে বল করুক উমরান। জোরে বোলিং করার কৌশল শিখে নিক। টেকনিক্যাল ব্যাপারগুলোও শিখে নিতে হবে উমরানকে। সব সময়ে জোর বল করে যেতে হবে। হাল ছাড়লে চলবে না। আগ্রাসন হারিও না কখনও। খেলতে নামলে মাঠের মালিক তুমিই। নিয়ম ভেঙো না, অনুশীলন করো।”

পাকিস্তানের প্রাক্তন পেসার অনুজ স্পিডস্টারকে বলছেন- “ইউ আর প্লেয়িং ফর আ গ্রেট কান্ট্রি। ভারতের মানুষরা ক্রিকেটারদের শ্রদ্ধা করে, ক্রিকেটারদের ভাল মন্দ নিয়ে চিন্তাভাবনা করে। মানুষের অনুভূতি যেন ধাক্কা না খায়, সেদিকে নজর রাখতে হবে। সিংহ হৃদয় নিয়ে বল করতে হবে।”

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.