আগামী মাসের শেষ দিকে কাতার বিশ্বকাপ বাছাইয়ের জোড়া ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ২৭ জানুয়ারি ইকুয়েডর এবং ২ ফেব্রুয়ারী প্যারাগুয়ের বিপক্ষে লড়বে সেলেকাওরা।
আগেই বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিলের এই দুটি ম্যাচে খেলতে পারবেন না দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ইনজুরির কারণে তাকে থাকতে হবে মাঠের বাইরেই।
লিগ ওয়ানে ম্যাচ খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ইনজুরি তাকে মাঠের বাইরে পাঠিয়ে দেয় অনেক দিনের জন্য। প্রথমে ধারণা করা হয়েছিল যে, আগামী জানুয়ারীর মাঝামাঝি সময়ে ফিরতে পারেন তিনি।
কিন্তু সম্প্রতি আরএমসি স্পোর্টস জানিয়েছে, নেইমারের ফিরতে আরও অনেকটাই সময় লাগবে। এতটাই সময় লাগবে যে ফেব্রুয়ারীর ১৫ তারিখে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে খেলতে পারবেনা।
যদি সেটাই হয় তাহলে জানুয়ারীর শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাই পর্বের ম্যাচে তো থাকতে হবে দর্শক হয়েই।