আগামিকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নামছে ভারতীয় দল, সাথে মুকুটে নতুন পালক যুক্ত করতে চলেছে বিসিসিআই

রায়পুরের শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়াম হতে চলেছে দেশের ৫০তম স্টেডিয়াম, যেখানে আয়োজিত হবে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এই প্রথম পেতে চলেছেন রায়পুরের ক্রিকেটপ্রেমীরা। শনিবার ৪৯ হাজার দর্শকাসনের ঝাঁ চকচকে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজ়িল্যান্ড।

বড় পর্যায়ের ক্রিকেট ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ছত্তিশগড় ক্রিকেট সংস্থার কর্তাদের। ২০১৩ এবং ২০১৫ সালে আইপিএলের একটি করে ম্যাচ হয়েছিল শহিদ বীর নারায়ণ সিংহ স্টেডিয়ামে। তা ছাড়াও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আটটি ম্যাচ হয়েছিল।

ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংস্থার সচিব মুকুল তিওয়ারি বলেছেন, ‘এটা আমাদের কাছে দারুণ গর্বের মুহূর্ত। আমরা ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ক্রিকেট নিয়ে মানুষের উৎসাহ প্রবল। টিকিট বিক্রি শুরু হতেই সেটা আমরা বুঝতে পেরেছিলাম। মাত্র ছ’ঘণ্টায় অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। এখনও রোজ বহু মানুষ স্টেডিয়ামের সামনে ভিড় করছেন টিকিটের আশায়। স্কুল পড়ুয়াদের জন্য আমরা চার আসন সংরক্ষিত রেখেছি। এই আসনগুলোর টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা’।

তিওয়ারি আরও বলেছেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ। প্রায় ৫০ হাজার দর্শক আসন ভর্তি থাকবে শনিবার। সবুজ মখমলের মতো আউটফিল্ড এবং স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে। আশা করছি ভাল ম্যাচ হবে। আগামী এক দিনের বিশ্বকাপের একটি ম্যাচও হবে এই স্টেডিয়ামে। তার আগে আমরা দেখাতে চাই, কতটা দক্ষতার সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারি’।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.