আইপিএলের প্রথম ম্যাচেই উইকেট নিয়ে এক নয়া মুকুটের মালিক হলেন মহম্মদ শামি!!
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস। ম্যাচ শেষে জয়ের হাসি কার মুখে ফুটবে তা তো সময়ই বলবে। তবে ২০২৩ সালের আইপিএলের প্রথম দিনই নতুন মাইলস্টোনের মালিক গুজরাত টাইটান্সের মহম্মদ সামি।
এবারের আইপিএলের মঞ্চে প্রথম উইকেট শিকার ডেভন কনওয়ের এহং সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে ১০০ উইকেট নেওয়ার নয়া নজির গড়লেন মহম্মদ সামি। আইপিএলের ১৯ তম বোলার হিসাবে ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোনের মালিক হলেন এই তারকা পেসার। মহম্মদ সামি যখন মাঠে নামেন সেই সময় এই মাইলস্টোন গড়ার থেকে মাত্র একই উইকেট দূরে ছিলেন মহম্মগ সামি।
সেই মাইলস্টোনে পৌঁছত খুব একটা সময় লাগেনি মহম্মদ সামির। ম্যাচের দ্বিতীয় ওভারেই ডেভন কনওয়ের উইকেট ছিটকে দেন তিনি। সেইসঙ্গেই আইপিএলের কেরিয়ারের অন্যতম নতুন কীর্তির মালিক মহম্মদ সামি। আর তাতেই উচ্ছ্বসিত সকলে। আইপিএলের মঞ্চে ১৯ তং ক্রিকেটার হিসাবে এই রেকর্ড গড়েছেন মহম্মদ সামি। গত মরসুম থেকেই গুজরাত টাইটান্স শিবিরের সদস্য এই তারকা ক্রিকেটার।
গতবারের আইপিএলে গুজরাত টাইটান্সের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অন্যতম প্রধান কারিগড় ছিলেন তিনি। সেইসঙ্গেই ২০ উইকেট তুলে নিয়েছিলেন গুজরাত টাইটান্সের এই বঙ্গ পেসার। সেই ধারা এবারও ধরে রাখার জন্য মরিয়া হয়ে রয়েছেন মহম্মদ সামি। মরসুমের শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করলেন এই তারকা পেসার। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জোড়া উইকেট তুলে নিয়েছেন তিনি।