বর্তমান বিশ্ব ফুটবলের সেরা গোলরক্ষকদের তালিকা করতে গেলে সবার আগেই আলোচনায় আসবে রিয়ালের কোর্তোয়া, লিভারপুলের অ্যালিসন কিংবা ম্যানচেস্টার সিটির এডারসনের নাম আলোচনায় থাকবেন চেলসির মেন্ডিও।
কিন্ত বছরের শেষ দিকে এসে বর্ষসেরা যে ১০০ ফুটবলারের নাম তালিকা প্রকাশ করেছে ফিফা সেটা দেখলে হয়তো অনেকেরই ভ্রু কুচকে যাবে।
২০২১ সালের সেরা ১০০ ফুটবলার বাছাই করেছে ইংলিশ গণমাধ্যন দ্য গার্ডিয়ান। যে তালিকা সংস্থাটি প্রকাশ করেছে সেখানে ৫২ নম্বরে আছে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার পেছনে ৫৩ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া।
তার থেকে অনেক পিছিয়ে ৬৭ নম্বরে আছে অ্যালিসন বেকার। ৭৫ নম্বরে আছে আরেক ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন।