অস্ট্রেলিয়া সিরিজে পারফরমেন্স না দেখাতে পারলে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যাবেন SKY, তাকে সতর্কবার্তা ওয়াসিম জাফরের!!
গতবছর শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই ভারতীয় দলের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্ প্রদর্শন করেছেন এই তারকা ক্রিকেটার। এছাড়াও ভারতীয় দলের হয়ে যেকোনও টি টোয়ন্টি প্রতিযোগিতাতেই তাঁর ব্যাটে বড় রানের ঝলক দেখা গিয়েছে। কিন্তু সেই পারফরম্যান্স একদিনের ক্রিকেে সূর্যকুমার যাদবের ব্যাটে একেবারেই দেখা যায়নি।
তারপর সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দুই ম্যাচ যে সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই ওয়াসিম জাফরের।টি টোয়েন্টি ক্রিকেটে এই মুহর্তে ব্যাটেরদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু সেই পারফরম্যান্স ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটে এখনও পর্যন্ত দেখাতে পারেননি তিনি।
সম্প্রতি শুরু হওয়া ভারত বনাম অস্ট্রেলিয়া একদিনের সিরিজের প্রথম ম্যাচেও নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব।সামনেই রয়েছে একদিনের ফর্ম্যাটের বিশ্বকাপ। কিন্তু সূর্যকুমার যাদবের এই পারফরম্যান্স দেখে খানিকটা হলেও আশঙ্কিত হয়ে পড়েছেন ওয়াসিম জাফর। প্রাক্তন এই ক্রিকেটারের মতে সূর্যকুমার যাদবের সামনে সুযোগ ক্রমশই কমে আসছে।
ওয়াসিম জাফর জানিয়েছেন- “এই সিরিজে সূর্যকুমার যাদব যদি ভারতীয় দলের হয়ে ভাল পারফরম্যান্স দেখাতে না পারেন, তবে বিশ্বকাপের দলে তাঁর সুযোগ নাও হতে পারে। এর পরে যে তিনি প্রচুর ম্যা্চ খেলার সুযোগ পাবেন তা কিন্তু একেবারেই বলা চলে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচই এখন সূর্যকুমার যাদবের কাছে সবচেয়ে গুরু্ত্বপূর্ণ হতে চলেছে।”