অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বিরল রেকর্ড রোহিতের, ধোনি-লারা-কোহলির কাছে যা ছিল স্বপ্ন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে শতরান করে দুর্দান্ত এক নজির গড়লেন রোহিত শর্মা। এমন এক রেকর্ডের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেন হিটম্যান, যা আর কোনও ভারত অধিনায়কের নেই। নাগপুরের প্রথম ইনিংসে রোহিত শেষমেশ ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১২ বলে ১২০ রান করে আউট হন।

এর আগে বিশ্ব ক্রিকেটে মোটে ৩ জন ক্যাপ্টেনের দখল এমন বিরল নজির ছিল। রোহিত শর্মা সেই তালিকায় চতুর্থ সংযোজন। আসলে ক্যাপ্টেন হিসেবে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করা বিশ্বের চতুর্থ তথা ভারতের প্রথম ক্রিকেটারে পরিণত হন হিটম্যান।

নাগপুরে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রোহিত শর্মা। হিটম্যানের টেস্ট কেরিয়ারের এটি ৯ নম্বর সেঞ্চুরি। তবে টেস্ট ক্যাপ্টেন হিসেবে এই প্রথম শতরান করলেন তিনি। এর আগে ক্যাপ্টেন হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ৩টি ও টি-২০ ক্রিকেটে ২টি শতরান করেছেন রোহিত।

তিন ফর্ম্যাট মিলিয়ে রোহিতের এটি ৪৩তম আন্তর্জাতিক শতরান। এই নিরিখে তিনি একযোগে পিছনে ফেলে দেন স্টিভ স্মিথ, ক্রিস গেইল ও সনৎ জয়সূর্যকে। তিন ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪২টি করে সেঞ্চুরি করেছেন এই তিন তারকা। আপাতত এই নিরিখে তালিকায় রোহিতের ঠিক সামনে রয়েছেন জো রুট। তিনি তিন ফর্ম্যাট মিলিয়ি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ৪৪টি সেঞ্চুরি করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেই রুটকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি রয়েছে রোহিতের সামনে।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.