অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লোকেশ রাহুলের পারফরম্যান্সের প্রশংসায় কিংবদন্তী সুনীল গাভাসকর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে যখন লোকেশ রাহুল নেমেছিলেন, সেই সময় কার্যত খাদের কিনারে ছিল ভারতীয় দল। সেই জায়গা থেকেই দলকে টেনে তুলেছেন শুধু নয়, ম্যাচের শেষপর্যন্ত দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন লোকেশ রাহুল। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক নয়, খানিকটা রক্ষণাত্মক ক্রিকেট খেলারই পরিকল্পনা ছিল এই তারকা ক্রিকেটারের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন লোকেস রাহুল। আর এই পারফরম্যান্স দেখার পরই আপ্লুত হয়েছেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর। বিরাট কোহলির মতোই ধীরে ধীরে নিজের ভুলগুলো লোকেশ রাহুল শুধরে নিচ্ছেন বলে মনে করেন সুনীল গাভাসকর।

শেষপর্যন্ত সে, দুই টেস্টে তাঁরে বাইরে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল গঠন করা হয়েছিল। তাঁর পরিবর্তে শুভমন গিল এসেছিলেন ভারতীয় দলে। টেস্ট সিরিজের পরই ভারতীয় দল নেমেছিল একদিনের সিরিজে। সেখানেই ফের লোকেশ রাহুলের ওপর ভরসা রেখেছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট।

সুনীল গাভাসকর জানিয়েছেন, ‘এর আগেও আমরা বারবার বলেছি যে তাঁর মধ্যে যেমন কৌশলগত দক্ষতা রয়েছে, তেমনই রয়েছে টেম্পারামেন্টও। আমার মতে ঠিক বিরাট কোহলির মতোই এবার লোকেশ রাহুলও তাঁর প্রথম ভুলটা বোধহয় শুধরে নিয়েছেন। যদিও তাঁর শরীরি ভাষা কিন্তু এখনও সেই বিরাট কোহলির মতো হতে দেখা যায়নি’।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.