অশ্বিন-জাদেজার স্পিন দেখে অজিরা ভারত ছেড়ে না পালায় , এভাবেই চরম কটাক্ষ করলেন প্রাক্তন স্পিনার ভাজ্জি
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েও বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। রবীন্দ্র জাদেজা এব রবিচন্দ্রন অশ্বিনের ধাক্কাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বিশ্বের এক নম্বর দলের ব্যাটিং লাইনআপ।
নাগপুর টেস্ট জয়ে ভারতীয় দলের প্রধান দুই অস্ত্র হতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিনের আগেই এমন ভবিষ্যদ্বানী করেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।
হরভজন সিং জানিয়েছেন, ‘আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিন এই ইনিংসে সর্বোচ্চ উইকেট নিতে পারবেন। সেইসঙ্গে জাদেজাও উইকেট তুলে নেবেন। ভারতের হয়ে এই দুই স্পিনারই সমস্ত কাজ সম্পূর্ণ করে দেবেন। অস্ট্রেলিয়া শিবিরে বাঁহাতি ব্যাটারের সংক্যা বেশী। সেজন্য নতুন বলে অশ্বিনই শুরু করবেন। আমার মনে হয় এই দুই স্পিনারই ভারতীয় দলের জয়ের প্রধান কারিগড় হয়ে উঠবেন’।
শুধুমাত্র বল হাতে নয়, ব্যাট হাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। রোহিত শর্মা আউট হএওয়ার পর ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা।