অভিষেক ম্যাচে ব্যাট হাতে ভারতবাসীর মন জয় করে নিলেন শ্রেয়স আইয়ার
অভিষেক টেস্টে ব্যাট হাতে নজর কাড়লেন শ্রেয়স আইয়ার । চাপের মুখে ব্যাট করতে নেমে অসাধারণ ইনিংস খেললেন এই মুম্বইকর। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা ।
ফলে কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৫৮ রান তুলে ভাল জায়গায় ভারত । দিনের শেষে ১৩৬ বলে ৭৫ রানে অপরাজিত শ্রেয়স। মারলেন ৭টি চার ও ২টি ছয়। জাদেজা ১০০ বলে ৫০ রানে ক্রিজে রয়েছেন। মেরেছেন ৬টি চার।
ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে । তবে ভারতের শুরুটা কিন্তু ভাল হয়নি।
দলের রান যখন ২১, তখন ব্যক্তিগত ১৩ রানে আউট হন ময়ঙ্ক আগরওয়াল। এই ডানহাতি ওপেনারকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন কাইল জেমিসন।
বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন। সেইজন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চোটের জন্য খেলতে পারেননি তিনি।
তবে এ বার লাল বলের ক্রিকেটে দারুণ কামব্যাক করলেন শুভমন গিল । চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে যোগ করলেন ৬১ রান।
তাঁর অর্ধ শতরানের সৌজন্যে লাঞ্চের সময় ফের লড়াইয়ে ফিরেছিল ভারত। তবে লাঞ্চের পর ক্রিজে যেতেই উইকেট হারান গিল। তাঁকে ৫২ রানে বোল্ড করে ভারতকে ফের ধাক্কা দেন জেমিসন।
ভারত: ২৫৮/৪ (শ্রেয়স-৭৫*, গিল-৫২, জাদেজা-৫০*)
নিউজিল্যান্ড:
প্রথম দিনের খেলা শেষ