অভিজ্ঞ স্পিনার অশ্বিনের ঘূর্ণির দাপটে ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে প্রায় উলঙ্গ করে হারিয়ে দিল ভারত
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দিলেন অশ্বিন। উসমান খোয়াজাকে ৫ রানের মাথায় আউট করেন তিনি। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকেও ১০ রানের মাথায় ফেরান অশ্বিন। রবীন্দ্র জাডেজার একটি বল বুঝতে না পেরে আউট হলেন মার্নাশ লাবুশেন। ম্যাচ রেনশঁ ও পিটার হ্যান্ডসকম্বকেও সাজঘরে পাঠান অশ্বিন। প্রথম ইনিংসে যদি জাডেজা দাপট দেখান তা হলে দ্বিতীয় ইনিংস অশ্বিনের।
অ্যালেক্স ক্যারে বেশি ক্ষণ টিকতে পারলেন না। অশ্বিনের বলে আউট হলেন। নিজের ১০ নম্বর ওভারে ৫ নম্বর উইকেট তুলে নিলেন অশ্বিন।এক দিকে টিকেছিলেন স্টিভ স্মিথ। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারলেন না কোনও ব্যাটার। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাডেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।
পরিসংখ্যান থেকেই স্পষ্ট, ভারতীয় স্পিনের সামনে পা কাঁপল অস্ট্রেলিয়ার ব্যাটারদের। সময় যত গড়াল তত সেটা স্পষ্ট হল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সব বিভাগেই অস্ট্রেলিয়াকে টেক্কা দিল ভারত। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল নাগপুর টেস্ট।
তবে সেটা শুধু পিচের জন্য নয়, ভারতীয় স্পিনারদের জুজু অস্ট্রেলিয়ার পতনের মূল কারণ। ইনিংস ও ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১-০ এগিয়ে গেলেন রোহিত শর্মারা। ভারতের হয়ে অশ্বিন ৫, জাডেজা ২, অক্ষর ১ ও শামি ২ উইকেট নিলেন।