অবশেষে বের হয়ে আসলো হরভজন সিং এর বাড়ি বিক্রি করার মূল কারণ
November 25, 2021
ভারতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিং সম্প্রতি তার মুম্বাইয়ের বাড়ি বিক্রি করেছেন। ভারতীয় সংবাদ সংস্থার দাবি অনুযায়ী, হরভজনের সেই বাড়ির দাম ১৭ কোটি ৫৮ লক্ষ টাকা (ভারতীয় মুদ্রা)।
এছাড়া হস্তান্তর বাবদ (স্ট্যাম্প ডিউটি) তাকে ৮৭ লক্ষ ৯০ হাজার টাকা কর দিতে হয়েছে।
মুম্বাইয়ের আন্ধেরিতে ২০১৭ সালের ডিসেম্বর মাসে সেই বাড়ি কিনেছিলেন হরভজন।
সাবেক ভারতীয় স্পিনারের বাড়ির আয়তন ছিল ২৮৩০ বর্গ ফিট। ২০১৮ সালের মার্চ মাসে সেই বাড়িটি তার নামে নথিভুক্ত হয়। রুস্তমজি এলিমেন্টস নামক একটি আবাসন নির্মাণ সংস্থার থেকে এই বাড়ি কিনেছিলেন হরভজন।
ভারতীয় সংবাদ মাধ্য দাবি করেছে, সেই বাড়ির দাম এই মুহূর্তে বেড়ে যাওয়ার কারণেই হরভজন বিক্রি করে দিয়েছেন। ভারতের হয়ে ১০৩টি টেস্ট খেলা হরভজন ৪১৭টি উইকেট নিয়েছেন। এক দিনের ক্রিকেটে তার শিকার ২৬৯টি উইকেট।