গ্রামের বাড়িতে আসার পথে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান ডুবে নিখোঁজ হওয়া ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে বাংলাবাজার ঘাটের অদূরে নদীতে লাশ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌপুলিশের উপ-পরিদর্শক নিউটন চৌধুরী।
এ ঘটনায় পরিবারের সদস্যদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। শনিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানের সাজ্জাদের লাশ দাফন করা হয়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বাংলাবাজার ঘাট থেকে সাম্পানে (নৌকা) করে নদী পার হওয়ার সময় রশিতে আটকে সাম্পানটি উল্টে গেলে সাজ্জাদসহ ১১ যাত্রী কর্ণফুলীতে ডুবে গিয়ে সাজ্জাদ নদীতে নিখোঁজ হলেও শিশুসহ ১০ জনকে স্থানীয়রা উদ্ধার করেন।
উদ্ধারকৃতদের মধ্যে লায়লা বেগমকে (৫০) মুমূর্ষু অবস্থায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নৌপুলিশ উদ্ধার অভিযান চালালেও সাজ্জাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিহত সাজ্জাদ হোসেন ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল কুদ্দুসের ছেলে তার স্ত্রী ছাড়াও ২ মেয়ে ১ ছেলে রয়েছে।
ওই এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় বাংলাবাজার ঘাট দিয়ে সাম্পান যোগে গ্রামের বাড়িতে আসার সময় এ ঘটনা ঘটে।