এই মুহূর্তে জাতীয় দলের হয়ে একেরপর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। বিশ্বকাপ হোক বা দ্বিপাক্ষিক সিরিজ, পন্থের ব্যর্থতার নজির জারি, একই ছবি দীনেশ কার্তিকের ক্ষেত্রেও। যেই আশা জাগিয়ে তিনি কামব্যাক করেছিলেন সেটা হয়নি। ম্যাচ ফিনিশ করতে হালে তাঁকে দেখা যায়নি।
এই পরিস্থিতিতে উইকেটের পিছনে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার দাবি দীর্ঘদিনের। সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সকলেই দাবি করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্যামসনকে সুযোগ দেওয়া হোক। কিন্তু তাঁকে দলে রাখলেও সুযোগ দেননি ম্যানেজমেন্টের কর্তারা। সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে এই ছবি দেখা গেছে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাঁকে রাখা হবে কি না সেটা বড় প্রশ্ন। তাঁকে দলে না রাখার কারণ এবার খোলসা করলেন শিখর ধাওয়ান। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের জন্য অভিযান শুরু করছে ভারত। প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। তবে এই প্রস্তুতিতে পূর্ণ শক্তির দল নামাচ্ছে না। স্টপ গ্যাপ অধিনায়ক শিখর ধাওয়ানের হাতে উঠেছে দলের দায়িত্ব। তাঁর নেতৃত্বেই নামছে দল।
অন্যদিকে দলে রখেছে একাধিক তরুণ মুখ। এখানেই দাবি উঠছে তরুণ মুখ সঞ্জুকে সুযোগ দেওয়ার। কারণ তিনি এখনও পরীক্ষিত নন। বাকিরা যেখানে টানা সুযোগ পাচ্ছে সেটা সঞ্জুর ক্ষেত্রে হচ্ছে না। ভারতের হয়ে ৬টা টি-২০ ও ৯টা ওডিআই খেলেছেন স্যামসন। তিনি টি-২০ তে ১৭৯ রান ও ওডিআইতে ২৪৮ রান করেছেন। বাকি প্লেয়ারদের থেকে যা অনেকটাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা।